কলাপাড়ায় বালুবাহী বলগেট জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজ শাকিল গাজীর (২৩) লাশ অব:শেষে দীর্ঘ ১৭ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবুরী দল। রবিবার বিকেলে পৌর শহরের বাদুরতলী স্লুইজ সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। মৃত: শাকিল পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার মো. জাকির গাজীর ছেলে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন জানান, গতকাল রাতে তিসা-তাপসি নামের বলগেটটি বালু নিয়ে পায়রা বন্দর বন্দর সংলগ্ন এলাকা থেকে আন্ধারমানিক নদীর বড় কলবাড়ি এলাকায় পৌছায়। এসময় বলগেটটি নোঙ্গর করতে গিয়ে ডান্ডি চুকানের সঙ্গে ধাক্কা লেগে ওই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হন। রাতেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। তবে দীর্ঘ ১৭ ঘন্টা খোঁজাখুজির পর বাদুরতলী স্লুইজ সংলগ্ন নদীতে লাশ ভেসে উঠে।