কলাপাড়ায় প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ – এ প্রতিবাদ্যকে নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী  শুরু হয়েছে। বৃহস্পতিবার দিনভর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ মাঠে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর  ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্ধোধণের পরই  এর কার্যক্রম শুরু হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান,  পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

আয়োজকরা জানান, প্রথমবারের মতো কলাপাড়ায় বৃহৎ পরিসরে প্রাণী সম্পদ প্রদর্শনীতে ৩০ টি স্টলে দেশী ও বিদেশি প্রজাতির গরু, ছাগল, ভেড়া ছাড়াও বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি, মুরগী, প্রদর্শন করা হয়। মানুষ যাতে গবাদিপশু ও পাখি পালন করে স্বাবলম্বী হতে পারে এ লক্ষ্য নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর এ প্রদর্শনীর আয়োজন করে।