
হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ পর্যন্ত মোট ৭ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।
এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন আবেদন করেছেন।
হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল সরকার বলেন, সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে মো.হারুনউর রশিদ হারুন, মো.কামাল হোসেন রাজ, আমিনুল ইসলাম, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শাহীনুর রেজা শাহিন, আমিনুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা.পারুল নাহার ও মোছা. নুরুন্নাহার বেগম জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল।
মন্তব্য করুন