
পটুয়াখালীর মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২০২২-২৩ বছরের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে শনিবার (১৩ এপ্রিল) বিকালে রিপোর্টার্স ইউনিটির কার্য্যালয়ে সাধারন সম্পাদক মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি উত্তম গোলদারকে সভাপতি ও মানবজমিন প্রতিনিধি মোঃ সোহাগ হোসেনকে পুনঃরায় সাধারন সম্পাদক নির্বাচিত করে ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন – সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান বাঁধন (ডেইলি অবজারভার, দৈনিক আমার সংবাদ), সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান (দৈনিক অন্যদিগন্ত), যুগ্ম সাধারন সম্পাদক অমিতাব দাস অপু (দৈনিক যায়যায়দিন), আবদুল ওয়াদুদ (দৈনিক মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রহিম সজল (দৈনিক সংবাদ,দি বাংলাদেশ পোষ্ট), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান (বিজনেস বাংলাদেশ), দপ্তর সম্পাদক মীর মোঃ মাসুম বিল্লাহ (দৈনিক সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সবুজ(দৈনিক পর্যবেক্ষণ), কার্যনির্বাহী সদস্যরা হলেন – মোঃ ফারুক হোসেন খাঁন (প্রতিদিনের বাংলাদেশ),মোঃ সাকির আলম (দৈনিক স্বদেশ প্রতিদিন), মোঃ রেজাউল ইসলাম(দৈনিক বর্তমান), আবুল কালাম আজাদ (দৈনিক দেশ বাংলা), মোঃ মাসুম বিল্লাহ প্রিন্স (দৈনিক স্বদেশ বিচিত্রা) ও মোঃ নাসির উদ্দিন(দৈনিক জাগরণ)।
মন্তব্য করুন