“মোগো পরিবারে ঈদে নতুন কাপড় কেনার সামর্থ নাই। ঈদ আইলেই মোগো গরীবের ভরসা থাহে মেয়র আনোয়ার। বহুত বছর ধইরা মোগো ঈদ অয় মেয়রের দেওয়া কাপড় দিয়া। তয় মেয়রের এই ভালো কাজের ঋন কোনো দিনও শোধ করেতে পারমু না মোরা গরীবেরা।” কথাগুলো বলছিলেন কুয়াকাটা পৌরসভা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা হামেদ পহলান। সাগরপার এলাকার বাসিন্ধা বিধবা চিনিমতি সহ একাধিক বাসিন্দারা একই সুর মিলিয়েছেন। পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে খোঁজ নিয়ে জানা গেছে, আসহায় মানুষের পাশে মানবতার ফেরিওয়ালা খ্যাত কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার।

প্রতি বছরের ন্যায়ে পবিত্র ঈদুল ফিতরে কুয়াকাটা পৌরসভায় অসহায় ও দুস্থ পরিবারের নারীদের মাঝে প্রায় ৬ হাজার শাড়ি বিতরণ। ১৮’শ পুরুষের মাঝে পাঞ্জাবি বিতরণ। ৪৬ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে লুঙ্গি এবং তাদের স্ত্রীদের জন্য একটি করে শাড়ি বিতরণ করা হয়েছে। এছাড়াও অনেক অসহায় পরিবার এবং স্থানীয় নেতা কর্মীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (০৭ এপ্রিল) থেকে বুধবার পর্যন্ত কুয়াকাটার মেয়র আনোয়ার হাওলাদার নিজে স্ব-শরীরে উপস্থিত হয়ে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের অসহায় বাসিন্দাদের মাঝে এই ঈদ উপহার তুলে দেন। প্রায় অর্ধকোটি টাকায় নিজস্ব অর্থায়নে পৌর এলাকার বাসিন্দাদের মাঝে এই উপহার বিতরন করা হয়েছে। বরাবরের মতো এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান কুয়াকাটা পৌর মেয়র।

পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, কয়েক বছর ধরে আমি বিভিন্ন উৎসবে অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদেরকে আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করে আসছি। আমি যতদিন বেঁচে আছি ততদিন যেন এই কার্যক্রম পরিচালনা করতে পারি। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করেন।