গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় চাহিদা মেটাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পাড়া মহল্লায় গঠন করা হচ্ছে গোশত সমিতি। এই ব্যতিক্রমী গোশত সমিতি নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের মাঝে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার হাট বাজারগুলোতে প্রতি কেজি গরুর মাংস ৭০০ থেকে ৭২০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। যা গরীব মানুষের হাতের নাগালের বাইরে। তাই মাংসের চাহিদা মেটাতে গ্রাম, পাড়া বা মহল্লায় ঈদুল ফিতরকে সামনে রেখে মাংস বা গোশত সমিতি গঠন করা হচ্ছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদন গ্রামের ‘গোশত সমিতি’র সদস্যদের সঙ্গে কথা বলে জনা য়ায়, গ্রামের ৬০ /৭০ মিলে অর্থ জমা রাখেন। এভাবে জমাকৃত টাকায় কেনা হয় গরু। ঈদের একদিন আগে ক্রয়কৃত গরু জবাই করে গোশত সমিতির প্রত্যেক সদস্য ভাগ করে নেন। ফলে ঈদ উদযাপনে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের আর্থিক চাপ যেমন কমে, তেমনি ঈদের আগে সবার বাড়িতে বাড়তি আনন্দ যোগ হয়।

বিনোদ নগর গ্রাম গোস্ত সমিতির উদ্যোক্তা সোহেল রানা জানান – আমরা গ্রামের নিম্নবিত্ত মধ্যবিত্ত আয়ের সকল মানুষ যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়ে চলতে পারি । এই জন্য ৬০-৭০ জন মিলে গরু ক্রয় করে এক হাজার টাকা করে ভাগ ফেলেছি। এতে প্রতি কেজি গোস্তের মূল্য পড়েছে ৬২০ টাকা ।