
পটুয়াখালী এবারও ঈদের উপহার পেলাম। রঙিন জামা খুব ভালো লাগছে। ঈদের দিন এই লাল জামা গায়ে দিমু বলে হেসে দিলে ১১ বছরের শিশু জামিলা ।
পটুয়াখালী বন্ধুসভার পক্ষ থেকে ঈদ উপহার রঙিন জামা পেয়ে এভাবেই পেয়ে খুশি ও আনন্দে কথাগুলো বলছিল শিশুটি।
শিশুটির মা সুমাইয়া বেগম জানান, স্বামী দিনমজুর। সংসার চালাতেই কষ্ট। তিনি বলেন, মাইয়াডরে একটা ভালো জামা দিতে পারি না। এই ঈদে একটা ভালো জামা পড়তে পারবে এতেই খুব খুশি লাগছে। ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসুচি করেছে পটুয়াখালী বন্ধুসভা।
এ উপলক্ষে আজ সোমবার দুপুরে পটুয়াখালী শহরের স্বনির্ভর সড়ক সংলগ্ন এলাকায় বন্ধুসভার উদ্যোগে ২০ টি শিশুর মধ্যে রঙ্গিন জামা ও পরে দরিদ্র ২০ টি পরিবারকে খাদ্যসামগ্রী সহায়তা করা হয়েছে। বন্ধুরা নিজেদের ঈদ খরচের টাকার অংশ থেকে এ সহায়তা করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা অশোক দাস, সোহরাব হোসেন, মেজবাহউদ্দিন মিলটন, পটুয়াখালী বন্ধুসভার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রিফাত, যুগ্ন সাধারণ সম্পাদক সুস্মিতা মন্ডল, মন্দিরা সাহা, প্রাপ্তি দাস ও প্রথম আলো পটুয়াখালী প্রতিনিধি শংকর দাস।
মন্তব্য করুন