
পটুয়াখালী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৬০ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রবিবার (৭ এপ্রিল) বিকালে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা এর নেতৃত্বে পটুয়াখালী সদর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে এসআই(নিঃ) সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পটুয়াখালী থানাধীন বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ খলিশাখালী সাকিনের UPPL 150 MW (পায়রা পাওয়ার প্লান্ট) এর দক্ষিন পাশে পাকা রাস্তার উপর থেকে ২ টি মাদক মামলার আসামী যশোর জেলার কোতয়ালী থানার দর্শনা পৌরসভার হানিফ শাহ’র ছেলে মোঃ জাহিদুল হাসান(৪১)কে কাপড়ের তৈরী ১টি কালোর উপরে সাদা ফোটা যুক্ত সাইড ব্যাগের মধ্যে রক্ষিত ৬০ বোতল কর্ক যুক্ত ফেন্সিডিল সহ আটক করে। আটককৃত ফেন্সিডিলের প্রতিটির গায়ে ইংরেজীতে PHENSEDYL 100 ml abbott লেখা রয়েছে। আটককৃত ফেন্সিডিলের অবৈধ বাজার মূল্য ২ লক্ষ ৪০হাজার) টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান আসামী সহ ফেন্সিডিল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন