
পটুয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পটুয়াখালী সদর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করলে ২০০(দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক করে।
শনিবার (৬ এপ্রিল) ২৩:৫০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা একেএম আজমল হুদা এর নেতৃত্বে পটুয়াখালী সদর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ) সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ চরপাড়া (স্বনির্ভর রোড) নেছারিয়া মাদ্রাসার পশ্চিম পাশে কালভার্ট সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে দুইজন কে আটক করে।
প্রথম জন ০৭(সাত) টি মাদক মামলার আসামী মোঃ জাহিদ খলিফা (৩৫) সে চরপাড়া ৫নং ওয়ার্ডের (স্বনির্ভর রোড) এর মোঃ জামাল খলিফা, মাতা-মৃত ফাতেমা বেগম এর ছেলে।আর দ্বিতীয় জন হলো মোঃ আজাহার হাওলাদার (৩৫) জৈনকাঠী ৫নং ওয়ার্ড এর মোঃ আলতাফ হাওলাদার, মাতা-জাহানারা বেগম এর ছেলে।
আসামীদ্বয়ের কাছ থেকে ০১টি সাদা রংয়ের এয়ার টাইট জিপারের মধ্যে রক্ষিত ২০০(দুইশত) পিচ কথিত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় যাহার ওজন ২০(বিশ) গ্রাম, কথিত অবৈধ বাজার মূল্য অনুমান (২০০×৩০০)=৬০,০০০/-(ষাট হাজার) টাকা সহ আসামীদ্বয়ের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। উক্ত তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান।
মন্তব্য করুন