পটুয়াখালীর মির্জাগঞ্জে সমন্বিত শিশু স্বাস্থ্য সংস্থা(ইকো) এর উদ্যোগে অসহায় ও গরীবদের মাঝে সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে সমন্বিত শিশু স্বাস্থ্য সংস্থা(ইকো) এর মিলনায়তনে অসহায় ও গরীবদের হাতে সেলাই মেশিন ও ঈদ সামগ্রী তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।

উপজেলা এনজিও প্রতিনিধি মোঃ কাওসার আহমেদের সঞ্চালনায় এবং সমন্বিত শিশু স্বাস্থ্য সংস্থা (ইকো) এর সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত শিশু স্বাস্থ্য সংস্থা (ইকো) এর পরিচালক প্রফেসর ডা. মেজর (অঃ) আব্দুল ওয়াব মিনার,অধ্যক্ষ ড. আবদুর রহমান ও সাংবাদিক উত্তম গোলদার প্রমূখ।

অনুষ্ঠান শেষে ১০ জনকে সেলাই মেশিন ও ৬০জন অসহায় ও গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।