বুধবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সুপার  মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)  আসন্ন ঈদকে সামনে রেখে মৌলভীবাজার শহরের আইনশৃংখলা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন।

পুলিশ সুপার শহরের চৌমুহনা, কুসুমবাগ পয়েন্টসহ গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং অবৈধ পার্কিং করা যানবাহন ও ফুটপাতে ভাসমান দোকান উচ্ছেদ করেন।

এসময় পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ চৌমুহনী এলাকায় আজকের ইফতার সম্পন্ন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ আজমল হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।