পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩ টি ব্যাটারী চালিত অটো ও ১ টি মিশুকসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তি হলেন মোঃ মিলন খান (৩৭)। আটককৃত মিলন জেলার কলাপাড়ার উপজেলার লালুয়া ইউনিয়নের বাসিন্দা।

শনিবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার এর মহল্লাপাড়া অটো স্টান্ড থেকে আটক করে ডিবি।
ডিবির অফিস ইনচার্জ একেএম আজমল হুদা বলেন- আসামী মোঃ মিলন খান দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ব্যাটারী চালিত অটো চুরি করে আসছিলো। তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির এসআই সম্বিত রায়ের নেতৃত্বে গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে চোরকে আটক করা হয়।

উল্লেখ্য ৩ টি ব্যাটারী চালিত অটো ও ১ টি মিশুক এর বর্তমান বাজার মূল্য ৮ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা প্রক্রিয়াধীন।