পিরোজপুর নেছারাবাদের মিয়ারহাট বন্দরের মোল্লাবাড়ি রোডের তালুকদার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহিদ বেডিং স্টোর মোঃ জলিল খলিফার লেপতোষকের দোকানে প্রথমে আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই মার্কেটের ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো- জননী স্টিল এন্ড থাই মোহাম্মদ জাহারুলের দোকান, জাহিদ বেডিং স্টোর মোঃ জলিল খলিফার লেপতোষকের দোকান, মা বাবার দোয়া বেডিং স্টোর মামুন মোল্লার লেপতোষকের দোকান, মিন্টু টি স্টোর মিন্টু মিয়ার চায়ের দোকান, রফিকুল ইসলাম রফিক মিয়ার গোস্তের দোকান, সোহেল মিয়ার গোস্তের দোকান, নানা ভাই মেশিনারিজ আকবর তালুকদার ও
আহসান স্টিল পান্না মিয়ার থাই-গ্লাসের দোকান।

এ ঘটনায় নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হক ও পিরোজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাকারিয়া খান স্বপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নেছারাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও জানা যায়নি। তবে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।