
পাবনার ভাঙ্গুড়ায় খরিপ ১/ ২০২৪—২০২৫ মৌসুমে বাস্তবায়ন যোগ্য কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রাপ্তিক কৃষকদের মধ্যে পাট বীজ বিতরণের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এমন হোসেন আলী অডিটোরিয়ামে ৫ জন সুফলভোগীর মধ্যে পাট বীজের প্যাকেটে গুলি বিতরণে করে এই উদ্বোধন ঘোষনা করেন, পাবনা -৩ এর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
জানা গেছে, এই মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাট আবাদ যোগ্য জমিতে ক্ষুদ্র ও প্রান্তিক পার্যায়ের ১ হাজার চাষীদের মধ্যে ১ কেজি পরিমান উন্নত বি জে আর আই তোষাপাট —৮ (রবি) জাতের পাট বীজ বিতরণ করা হবে। সেই লক্ষ্যে এরই মধ্যে বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রাপ্তিক পর্যাযের কৃষকদের নির্বাচন করা হয়েছিল।
পাট বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা -৩ এর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাফিজ রঞ্জু, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হক,সাংগঠনিক সম্পাদক মোঃ ইবনুল হাসান শাকিল,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন জাহান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুফল ভোগী প্রাপ্তিক ও ক্ষুদ্র কৃষকবৃন্দের একাংশ ও সাংবাদিকবৃন্দ
মন্তব্য করুন