
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের সংগঠন শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে নবগঠিত ক্লাবের সদস্যদের পরিাচতি সভা ও পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার সন্ধ্যায় শহরের ভানুগাছ রোডস্থ টি ভ্যালী রেস্টুরেন্টের পার্টি সেন্টারে রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস কে দাশ সুমনের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব।
এতে বক্তব্য রাখেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, মৌলভীবাজার জেলার সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী।
এসময় আরো উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক কাজী শামসুল হক, ডাঃ আবদুল্লাহ আল মামুন, বালিশিরা রিসোর্টের চেয়ারম্যান মোঃ শহিদুল হক ও নবগঠিত ক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন