
পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৪ উপলক্ষ্যে কলাপাড়া আন্ধারমানিক নদীর তীরে ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুরের দিকে দূষণমুক্ত নদীর প্রতীকী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । এ কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন এ প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান করে।
এসময় কর্মসূচিতে ওয়াটারকিপার্স বাংলাদেশ উপকূলীয় সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্নু তাঁর বক্তব্যে বলেন, কলাপাড়ার প্রাণ আন্ধারমানিক আমরা বিভিন্নভাবে নষ্ট করে ফেলছি। দখল ও দূষণ হচ্ছে আমাদের এ নদী, আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে এ নদী রক্ষার দাবি জানিয়েছেন।
ওয়াটারকিপার্স বাংলাদেশ সদস্য ও পরিবেশকর্মী কামাল হোসেন রনির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, যুগ্ন-সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, আবদুল্লাহ আল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন