
কলাপাড়ায় বায়লাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের অংশগ্রহণে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা – শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কলাপাড়াা প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক ও দৈনিক মুক্তখবরের কলাপাড়া প্রতিনিধি মো. ফোরকানুল ইসলামের কোরান তেলোয়াত ও কলাপাড়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য জীবন কুমার মন্ডলের গীতা পাঠের মাধ্যমে এ মতবিনিময় সভা শুরু হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। সেমিনারে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার, বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান।
সেমিনারে কলাপাড়া উপজেলার বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নোত্তর গর্বে অংশগ্রহন করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শামসুল আলম, সাবেক সাধারন সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, সদস্য এ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, মিলন কর্মকার রাজু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংবাদিক ফোরামের ষভাপতি এ্যাডভোকেট জেড এম কাওছার, রিপোর্টার্স ক্লাবের সহ-সাধারন সম্পাদক ওমর ফারুক।
মন্তব্য করুন