
বরিশালের গৌরনদী উপজেলার সিসিডিবি সিপিআপি-২এর আয়োজনে ফোরাম সদস্যদের মাঝে গ্রাজুয়েট (স্বাবলম্বি দলিল) হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গৌরনদী উপজেলা সদরে সিসিডিবি মিলনায়তনে এ কায্যক্রম অনুষ্ঠিত হয়। সিসিডিবি, সিপিআরপি গৌরনদী উপজেলার উদ্যোগে সিসিডিবির নির্বাহী পরিচালক কেয়া মালাকার ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী, সিসিডিবি মাইক্রো ফাইনান্স প্রোগ্রাম প্রধান মো.সোলাইমান সিদ্দিক, পিএমই প্রধান ইমরান কিরিয়া, সিপিআরপির সমন্বয়কারী দেবাশীষ কুমার, বারথী ইউপি চেয়ারম্যান মো.রাজ্জাক খান, চাঁদশী ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সিসিডিবি গৌরনদীর এরিয়া ম্যানেজার মিস্টার সুদ্বীপন খীসা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, সিসিডিবি গৌরনদী উপজেলার প্রোগ্রাম অফিসার উজ্জল রতœ’র উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন হিসাব রক্ষক ডেভিড লিটন দাস, সমাজ সংগঠক জন আশিস বিশ্বাস, সিসিডিবি সিপিআরপি-২ এর সমাজ সংগঠক মিল্টন বারৈ, রুনা আক্তার, আফসানা, অর্পনা, জেসমিন-সহ অন্যান্য সদস্যরা। শেষে ৪টি ফোরামের নেতৃবৃন্দর হাতে গ্রাজুয়েট (স্বাবলম্বি দলিল)হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
মন্তব্য করুন