
গাইবান্ধার সাঘাটার হলদিয়া ইউনিয়নের দক্ষিন দীঘল কান্দি চরের গুয়াবাড়ি গ্রামে আনুমানিক ৮ থেকে ১০ পরিবারের ১৪ টি ঘড় – বাড়ি আগুনে পুড়ে ভূস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুই টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাঘাটা ফায়ার সার্ভিসের একটি টিম নৌকা যোগে ঘটনার স্হলে পৌছিলেও ততক্ষণে আগুনে পুড়ে ভূস্মিভূত হয়। সেখানে প্রতিবন্ধী দুলাল মিয়া সহ ১০ টি পরিবারের ঘড় বাড়ি আসবাব পত্র সেলো মিশিন পুড়ে যাওয়া প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার ।
সাঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ খলিলুর রহমান জানান বাড়ির পাশ্ববর্তী ছাইয়ের পালা থেকে উড়ে আসা আগুনে এ অগ্নিকাণ্ডের সুত্রপাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা করছেন।
তিনি আরও বলেন, এলাকাটি দূর্গম চরাঞ্চল হওয়ায় সময় মতো ঘটনার স্হলে পৌছানো সম্ভব হয়নি।
এ ব্যাপারে হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন,ক্ষয়ক্ষতি পরিবারের কে আর্থিক সহযোগিতা শুকনো খাবার, কম্বল প্রদান করা হয়। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী ঘর বাড়ি নির্মানের আশ্বাস দেন।
মন্তব্য করুন