
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ কৃষি ব্যাংকের ‘ব্যাংকার গ্রাহক সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন’ শীর্ষক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার শহরের আগ্রা কন্টিনেন্টাল রেস্টুরেন্টে মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন কৃষি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্হাপক মো. খুরশীদ আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কৃষি ব্যাংক সিলেট বিভাগের মহাব্যবস্থাপক প্রবীর কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, কৃষি ব্যাংক সিলেট বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা এএইচএম মাহবুবুল বাসেত ভূঞা, মৌলভীবাজার মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্হাপক কামাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন।
কৃষি ব্যাংক শ্রীমঙ্গল মুখ্য আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার অগ্নিরুদ্ধ দাশ টিটোর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাঁতগাও চা বাগানের ব্যবস্হাপক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আছকির মিয়া, চা-বাগান শ্রমিক ভবিষ্য তহবিলের সহকারি নিয়ন্ত্রক পলাশ দাশ প্রমুখ।
পরে ৮ জন গ্রাহকের মাঝে ঋনের মঞ্জুরিপত্র বিতরন করা হয়।
মন্তব্য করুন