মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানের মাকড়িছড়া ডিভিশন মাঠে মবিলাইজেশন কন্টিনজেন্টের ৩ দিনব্যাপি বার্ষিক মহড়া-২০২৪ এর সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম ( বার)।

মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ১৩২ জন সদস্য ৩ দিনব্যাপী মবিলাইজেশন কন্টিনজেন্ট মহড়ায় অংশগ্রহণ করেন।

জেলা পুলিশের সদস্যদের কর্ম দক্ষতা বৃদ্ধি, নিয়মানুবর্তিতা, নীতি নৈতিকতা ও সদাচরণসহ বিভিন্ন বিষয়ে পুলিশের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিবছর এই মহড়ার আয়োজন করা হয়।

সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘বাংলাদেশ পুলিশ প্রতি বছর মবিলাইজেশন কন্টিনজেন্টের মহড়ার আয়োজন করে। দুর্গম ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে কিভাবে নিজের কাজ সুচারুভাবে সম্পন্ন করা যায়, মবিলাইজেশন কন্টিনজেন্ট এই মহড়া আমাদের সেই শিক্ষা দেয়। আমাদের পুলিশকে প্রতিনিয়ত হরেক রকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। কাজের স্বার্থে অনেক কঠিন পরিস্থিতিও আসতে পারে। সেখানে শারীরিক ও মানসিক ভাবে শক্ত থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ‘আমি আশা করব এই অভিজ্ঞতা অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ ও শ্রদ্ধাবোধ বৃদ্ধিতে আপনাদের সাহায্য করবে। এই প্রশিক্ষণ মহড়া আপনাদের পুলিশিং জীবন তথা ব্যক্তি জীবনে কাজে আসবে এবং এখান থেকে প্রাপ্ত জ্ঞান-দক্ষতা মানুষের কল্যাণে আপনারা ব্যবহার করবেন বলে আমি বিশ্বাস করি’।

পরে পুলিশ সুপার মহড়ায় অংশগ্রহনকারী পুলিশ সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন। সবশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উক্ত মহড়ার সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান, জেলার সব থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্হিত ছিলেন।