
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব ১৪৩০ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মহসিন অডিটোরিয়াম এই আবৃত্তি উৎসব অনু্ষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল আবৃত্তি সংসদ এর আয়োজনে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযেগিতায় ও প্রাঙ্গণ গ্রুপের সার্বিক পৃষ্ঠপোষকতায় উক্ত অনুষ্ঠানে দেশের আবৃত্তি অঙ্গনের অন্যতম নক্ষত্র শিমুল মুস্তাফার একক আবৃত্তি পরিবেশনা অনুষ্ঠিত হয়।
মাসব্যাপী শ্রীমঙ্গলের ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬১২ জন শিক্ষার্থীর মধ্যে বাছাই করে ৩ বিভাগে ২১০ জনের মধ্যে আবৃত্তি প্রতিযোগিতা শেষে ১৮ জনের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উৎসবের আহবায়ক দেবাশীষ দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব এবং শিমুল মুস্তাফা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, উত্তরীয়, বই, প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।
স্হানীয় আবৃত্তিকারদের আবৃত্তি শেষে শিমুল মুস্তাফার মনোমুগ্ধকর একক আবৃত্তি অনুষ্ঠান উপস্থিত বিপুলসংখ্যক দর্শক উপভোগ করেন।
মন্তব্য করুন