
কলাপাড়ায় ২ হাজার শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি।
শুক্রবার বেলা ১১ টায় স্থানীয় বঙ্গবন্ধু কলোনি ও কলাপাড়া পৌরসভা প্রাঙ্গনে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।
এসময় কলাপাড়া উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, যুগ্নু-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মঞ্জরুল আলম, প্যানেল মেয়র হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক ইউসুফ আলীসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন