
গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লার বাড়িতে গভীর রাতে হামলা-ভাঙচুর অগ্নি সংযোগ ও গুলির ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের লোহাগাছ এলাকায় এই ঘটনা ঘটে।তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আওয়ামী লীগ নেতা নুরে আলম মোল্লা জানান, রাত পৌনে ১২ টার দিকে আমার ফোনে একটি কল আসে অপর প্রান্ত থেকে আক্তার খান ও হাসান খন্দকার বলে পরিচয় দিয়ে আমাকে হত্যার হুমকি দিয়ে ফোন কেটে দেয়।
পরবর্তীতে রাত পৌনে তিনটার দিকে দুইটা মোটরসাইকেল যুগে পাঁচ জন লোক আমার বাড়িতে এসে এলোপাথাড়ি গুলি করে। গুলির শব্দ শুনে আমি বের হতে চাইলে আমাকে লক্ষ্য করে প্রথমে তিনটি গুলি করে।
পরে আমি আমার বাড়ির দ্বিতীয় গেট দিয়ে বের হতে চাইলে আরো ৬টি গুলি ছোড়ে। পরে তারা আমাকে হত্যা করতে ব্যর্থ হয়ে আমার বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। কারো সাথে ব্যক্তিগতভাবে আমার শত্রুতা নেই এটা নির্বাচনী পরবর্তী সহিংসতা স্বীকার আমি।
বিষয়টি সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানান তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কালিয়াকৈ সারকেল আজমির হোসেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ জামান সহ আরো অনেকেই। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গুলির ঘটনায় এখান থেকে ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সিসি ফুটেজ রয়েছে। সেটির ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন