পটুয়াখালীর কলাপাড়ায় ভোর রাত থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই সঙ্গে বিরাজ করছে ঘন কুয়াশা। শুক্রবার বেলা সাড়ে ১০ টা পর্যন্ত কলাপাড়া পৌর শহরসহ পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরফলে জনজীবনে ব্যাপক ভোগান্তি নেমে আসে। সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছে নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষগুলো।

শুক্রবার সরেজমিনে বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকায় বেলা বাড়লেও সূর্যের তেমন একটা দেখা মিলছেনা, তবে দুপুরের দিকে সূর্যের কিছুটা দেখা মিললেও নিমিষেই আবার তা মিলিয়েও যাচ্ছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারনে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছে দক্ষিনাঞ্চলের শীতকালীন সবজি চাষীরা।

বৃহস্পতিবার এবং শুক্রবার এ গুঁড়ি বৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়েছেন পটুয়াখালী জেলার সমগ্র তরমুজ চাষীরা। এদিকে আগামী ২৪ ঘন্টা আবহাওয়ার এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানায় পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস।