
পটুয়াখালীর মির্জাগঞ্জে মোসাঃ রুজি বেগম (৫৫) ও নুরে আলম (২০) নামে চোর চক্রের দুই সদস্যকে আটক ও চুরির ৯০ হাজার টাকা উদ্ধার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পশ্চিম আউড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ও ছেলে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) দুপুর আড়াই টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদর সুবিদখালী বাজারে অবস্থিত ব্যাংক ও পাশ^র্বতীর্ এলাকাগুলো থেকে বিভিন্ন সময় ওই চোর চক্র সাধারণ মানুষের কাছ থেকে কৌশলে টাকা—পয়সা হাতিয়ে নিতো। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বুধবার (৩১ জানুয়ারি) পৃথক অভিযান চালিয়ে চোর চক্রের ওই দুই সদস্যকে আটক এবং তাদের কাছ থেকে চুরির নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আটক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন