
দিনাজপুরের হিলিতে সরকারিভাবে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহনের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৭ মে) বেলা সাড়ে ১১ টায় হিলি এলএসডি খাদ্যগুদামের ধান-চাল সংগ্রহনের উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা যোসেফ হাসঁদা বলেন, এবার হাকিমপুর উপজেলায় ৩০ টাকা কেজি দরে ৬৪৪ মেট্রিক টন বোরো ধান, ৪৪ টাকা কেজি দরে ৩৬৭ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করবে সরকার।
মন্তব্য করুন