
কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে শীতজনীত কারনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রেন ঝি (৪০) নামের এক চায়না নাগরিকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আরপিসিএল বিদ্যুৎকেন্দ্রের অভ্যান্তরে সৌরবিদ্যুৎ চালিত ইজিবাইকে তার মৃত্যু হয়। মৃত: রেন ঝি ওই বিদ্যুৎ কেন্দ্রের চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান নান থং সিং জিং নামের একটি কম্পানীতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, সকাল ১০টার দিকে চায়না নাগরিক রেন ঝি নামের ওই ব্যক্তি নিজেই ইজিবাইক চালাচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঠান্ডাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তদন্ত ও আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য করুন