
পটুয়াখালীর কলাপাড়ায় ফজরের নামাজের জন্য পুকুরে অযু করতে গিয়ে পুকুরে ডুবে মোসা: হাফসা বেগম (১৮) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ গ্রামে।
নিহতের পিতা মো. হাফেজ মাতুব্বর জানান, তার মেয়ে শিশুকাল থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিলো। শুক্রবার ভোর ছয়টায় বসতঘরের সামনের পুকুরে অযু করতে গেলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে তার মাতা মিনারা বেগম অযু করতে পুকুরে গিয়ে ভিকটিমকে পানিতে অর্ধ ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে স্থানীয়দের সহায়তায় কিশোরীর মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এবিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করে ডাক্তারের রির্পোট দেখে মৃত কিশোরীর বাবা-মায়ের দাবিতে কোন ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়।
মন্তব্য করুন