
শ্রীমঙ্গলে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ এখানে সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, আজ দুপুর ১২ টায় শ্রীমঙ্গলে বাতাসের গতিবেগ ছিল ২ নটিক্যাল মাইল অর্থাৎ ৩.৭১ কিলোমিটার এবং সকাল ৯ টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
গত ক’দিন ধরে শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধা থেকে শীত বাড়তে থাকে। শীতে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে উপজেলার চা-বাগানগুলোতে শীতের তীব্রতা কিছুটা বেশি।
ঢাকা আবহাওয়া অফিস জানায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর সর্বনিম্ন্ন তাপমাত্রা রেকর্ড হয় ৫.২ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়াও ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য করুন