
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ( নৌকা) উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বিপুল ভোটে বেসরকারিভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লক্ষ ১২ হাজার ৪৯১ ভোট।
এ নিয়ে তিনি টানা ৭ম বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে তিনি টানা ৬ বার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
নির্বাচন অফিস সুত্র জানায়, শ্রীমঙ্গলের ৮৭ টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৯৩০ ভোট। অপরদিকে কমলগঞ্জের ৭৩ টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লক্ষ ৮ হাজার ৫৬১ ভোট। মোট ১৬০ কেন্দ্রে তিনি পেয়েছেন ২ লক্ষ ১২ হাজার ৪৯১ ভোট।
সুত্র জানায়, শ্রীমঙ্গলে মোট ভোটার ছিল ২ লক্ষ ৫০ হাজার ৭০৭ জন। অপরদিকে কমলগঞ্জে মোট ভোটার ছিল ২ লক্ষ ৮ হাজার ৩৯৪ জন। এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৫৯ হাজার ১০১ জন।
মন্তব্য করুন