
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। আজ শনিবার ( ৬ জানুয়ারি) সকালের দিকে কোন এক ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হয় বলে পুলিশের ধারনা। শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের শেষপ্রান্তে এ ঘটনা বলে পুলিশ জানিয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মো. কামাল উদ্দিন জানান, দুপুর ২টার দিকে সংবাদ পেয়ে বিকেল সাড়ে ৩ টার দিকে রেল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহতের নাম শিপন দেবনাথ। সে শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া গ্রামের সুনীল দেবনাথের ছেলে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন