
ইইউসহ কয়েকটি বিদেশী সংস্থা এবং যুক্তরাষ্ট্র ছাড়াও আরো নয়টি দেশ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসার বিষয়টি নিশ্চিত করেছে । সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলি সাবরিন এ তথ্য জানান।
সাবরিন বলেন, নির্বাচন পর্যবেক্ষণে আসা নিশ্চিত করা ৯টি দেশ হলো— ভারত, শ্রীলঙ্কা, চীন, রাশিয়া, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া ও ফিলিস্তিন ।
এছাড়া ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্টও নির্বাচন পর্যবেক্ষণ করবে। ইতোমধ্যে চার সদস্যের ইইউ বিশেষজ্ঞ প্যানেল এবং যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠান ঢাকায় রয়েছে। তারা ২৪ জানুয়ারি দেশ ত্যাগ করবেন।
মন্তব্য করুন