
কলাপাড়ায় গভীর রাতে একটি গরুর খামার থেকে ৯ টি গরু চুরির ঘটনা ঘটেছে। আয়-রোজগারের শেষ সম্বলটুকু হারিয়ে নি:স্ব হয়ে পড়েছেন খামারী নুর ইসলাম (৬০)। বুধবার ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যওয়া এসব গরুর মূল্য প্রায় ১১ লাখ টাকা। এ চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই গ্রামের এলাকাবাসীরা।
খামারী নুর ইসলাম জানান, তার খামারে ৫টি ফ্রিজিয়ান জাতের অষ্ট্রেলিয়ান ও ৫টি দেশী গরু ছিলো। বুধবার গভীর রাতেও তিনি তার ঘর থেকে বের হয়ে খামারে গরু দেখে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তিনি খামারের দরজা ভাঙ্গা এবং ১টি বাছুর ছাড়া বাকি গরুগুলো না দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
মন্তব্য করুন