
কলাপাড়ার চম্পাপুরে নৌকা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মহিববুর রহমানের সহধর্মীনি উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুল মৃধা, মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন চুন্নু, কলাপড়া পৌর সভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, চম্পাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিলাল ভাট, উপজেলা আওয়ামীলীগের সদস্য সালমা কবির, গাজী রাইসুল ইসলাম রাজিব, সদস্য সাইফুল ইসলাম দুদা তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুনিম তালুকদার প্রমুখ এ উঠান বৈঠকে শত শত নারী পুরুষ অংশগ্রহন করেন।
এসময় এমপি পতœী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা বলেন, করোনার সময় অনেকেই ঘরে বসে ছিলো। দরজা বন্ধ করে রেখেছে। কিন্তু আপনাদের এমপি অধ্যক্ষ মহিববুর রহমান করোনার সময় মানুষের বাড়ি বাড়ি গিয়েছে, খোজ খবর নিয়েছে। অনেক মানুষকে সহায়তা করেছে। তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আমাদের দাম্পত্য জীবনে তাকে কখনো নামাজ না পরে থাকতে দেখিনি। সবসময় এলাকার উন্নয়নের কথা ভাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে। পায়রা বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ অনেক উন্নয়ন হয়েছে। যেটা বলে শেষ করা যাবেনা। এ উন্নয়নের ধরা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। পরে উপস্থিত সবাই হাত তুলে সবচেয়ে বেশি ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করার আশ্বাস দেন।
মন্তব্য করুন