
কলাপাড়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের শিক্ষাক্রম বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার দিনব্যাপী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধক ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কোর্স পরিচালক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, কোর্স কো-অর্ডিনেটর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন ১০টি বিষয়ে দ্বায়িত্বপ্রাপ্ত উপজেলা মাষ্টার ট্রেনারগণ এবং উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকগন। দুপুরে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমান।
কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, কলাপাড়ার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬১২ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নিয়েছে। আগামী ৭ দিন উপজেলা পর্যায়ের ৩৪ জন মাষ্টার ট্রেনারগণ এই প্রশিক্ষণ পরিচালনা করবেন বলে জানান তিনি।
মন্তব্য করুন