
শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১২০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একটি বিভাগীয় আভিযানিক দল শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড এলাকায় অনিক সুপার মার্কেটের সামনের রাস্তা থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১২০০ পিস ইয়াবাসহ রিপন মিয়া(২৮) কে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতার রিপন মিয়া শ্রীমঙ্গল উপজেলার কৃঞ্জবন এলাকার মো. ছুরত আলীর ছেলে।
তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য করুন