
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে ‘মহান বিজয় দিবস কাবাডি (বালক-বালিকা) প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে এই কাবাডি প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার পৌরসভা দল। আর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার সদর মডেল থানা দল।
আজ ১৬ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাবাডি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ।
মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই কাবাডি প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলার ৭ উপজেলা এবং মৌলভীবাজার পৌরসভাসহ মোট ৮ টি বালক-বালিকা দল অংশগ্রহণ করে।
মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন প্রমুখ।
মন্তব্য করুন