
ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনায় অভিযানে অবৈধ বেহুন্দি জাল ও ১ টি নৌকাসহ ৩জেলেকে আটক করেছে মির্জাকালু নৌ পুলিশ।
বৃহস্পতিবার রাতে মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির এসআই কামাল ও এসআই মন্টুসহ সঙ্গী ফোর্স অভিযান চালিয়ে সুলিজ মাছ ঘাট এলাকার মেঘনা নদীতে অবৈধ জাল ও নৌকাসহ তাদেরকে আটক করা হয়। আটক জেলেরা হলেন হাসাননগর ইউনিয়নের আজাদ, মুরাদ হোসেন ও সবুজ। আটককৃত দের বিরুদ্ধে মৎস্য আইনে একটি মামলা দায়ের করেন নৌ পুলিশ।
মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি)সৈয়দ মোশারফ হোসেন জানান, মেঘনা নদীতে অবৈধ একটি বিহুন্দী জাল ও একটি নৌকাসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা ও নৌকাসহ জাল জব্দ করাহয়।
অবৈধ বিহুন্দি জালসহ জলদস্যু ও সকল অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।
মন্তব্য করুন