
পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ কেজিতে মন ও ধানের লাভজনক দাম নির্ধারণসহ নানা দাবিতে কৃষক সমাবেশ, বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি দিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে কলাপাড়া প্রেস ক্লাবে সংলগ্ন এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি খেপুপাড়া শাখার সম্পাদক এবং বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা সদস্য কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আতাজুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ানাভিরাম গাইন (নয়ন) প্রমুখ ।
এসময় বক্তারা আন্তর্জাতিক মাপ ৪০ কেজিতে মন নির্ধারনসহ বিভিন্ন দাবি তুলে ধরে কৃষকরা অভিযোগ করে বলেন, কৃষকরা উৎপাদিত ফসলের লাভজনক দাম না পেয়ে প্রতিবছর ঋণগ্রস্ত হয়ে এ পেশা থেকে মুখ ফিরিয়ে নিবে বলে তারা জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারক লিপি প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন কলাপাড়ার সকল ব্যাবসায়ীকে ৪০ কেজিতে ধানের মন নির্ধারণ করে ক্রয় করার নির্দেশ প্রদান করেন। নির্দেশ অমান্য করে ধান ক্রয় করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
মন্তব্য করুন