গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। রবিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টা থেকে গাজীপুর জেলা হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুম সরদারের নেতৃত্বে মাওনা চৌরাস্তা এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান চলে দুপুর দেড় টা পর্যন্ত।
এসময় মাওনা উড়াল সেতুর দুই পাশে প্রায় তিন শতাধিক ভাসমান দোকান, বিলবোর্ড, সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এসময় গাজীপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার সড়কের যানবাহন পার্কিং নিষেধের নির্দেশ ও স্থায়ী দোকান মালিকদের ফুটপাতে দোকান না বসানোর জন্য সতর্ক করেন। মাওনা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহাম্মদ মাহবুব মোর্শেদ, উপপরিদর্শক এস আই ইসমাইল হোসেন, এস আই ইসহাক মিয়া সহ মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দোকানদারদের উচ্ছেদের আগে তাদের শব্দ যন্ত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল বলে জানান মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহাম্মদ মাহবুব মোর্শেদ। গাজীপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার বলেন, মানুষের যানমালের নিরাপত্তা ও যানজট নিরসনে অভিযানে নেমেছি। মানুষ যাতে নিরাপদে চলতে পারে সেজন্য কাজ করতে চাই। কোনো অবস্থায় মহাসড়কে ও ফুটপাতে কোনো দোকান রাখা যাবে না। মহাসড়কের পাশে দোকান থাকলে মানুষের ঝুঁকি বাড়ে, দুর্ঘটনা বাড়ে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।