দক্ষিন উপকূলে ঘন কুয়াশার সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। বেলা বাড়লেও দেখা মিলছেনা সূর্যের। দিনের বেলায়ও হেড লাইট জালিয়ে চলছে যানবাহন। রবিবার সকাল সাড়ে নয়টায় পটুয়াখালী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৪ ডিগ্রী সেলসিয়াস। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
রবিবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বেলা বাড়লেও মিলছেনা গ্রামাঞ্চলের বাজারগুলো। জেলার সকল হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা। এদিকে গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভীড়।