পটুয়াখালী জেলা-উপজেলার বাজারে দেখা দিয়েছে পেঁয়াজের সংকট। পাইকারী বাজারগুলোতে পেঁয়াজ নেই বললেই চলে। খুচরা বাজারের কিছু সংখ্যক দোকানে খুব কম সংখ্যক পেঁয়াজ থাকলেও তা বিক্রি হচ্ছে চড়া দামে। বড় সাইজের বিদেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে।
আর ছোট সাইজের দেশী পিঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। রবিবার দুপুরে সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায়, পেঁয়াজের সংকট দেখা দেওয়ায় ক্রেতাদের মধ্যে লক্ষ্য করা গেছে মিশ্র প্রতিক্রিয়া, হতাশা-ক্ষোভ। উল্লেখ্য, ভারত পিঁয়াজ আমদানি বন্ধ ঘোষনা করায় সংকট দেখা দিয়েছে বলে জানায় বিক্রেতারা।