
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স হলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই সংবর্ধনা অনু্ষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার ( ভূমি) সন্দ্বীপ তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শিক্ষক নেতা জহর তরপদার, বালাগঞ্জ কলেজের সহযোগী অধ্যাপক অবিনাশ আচার্য ও অজয় কুমার দেব প্রমুখ।
পরে উপজেলার ৪ জন জয়িতাকে সম্মাননা স্মারক, চাদর ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মন্তব্য করুন