কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ পালিত হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা প্রশাসন হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাত হোসেন বিশ্বাস, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাংবাদিক রাসেল মোল্লা প্রমুখ। আলোচনা শেষে এক রেলি বের হয়ে কলাপাড়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।