কলাপাড়ায় নারী-পুরুষ সমতা, শেখ হাসিনার বার্তা, নারীর জন্য বিনিয়োগে সহিংসতা প্রতিরোধ-এ শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূিচর মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে রেলী, আলোচনা সভা ও ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে এক রেলি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠান শেষে ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়