• বাংলাদেশে চালু হতে যাচ্ছে রোগীদের জন্য হেলথ আইডি সম্বলিত ‘হেলথ কার্ড’।
  • জাতীয় পরিচয়পত্রের ব্যক্তিগত তথ্যের ন্যায় এই কার্ডে থাকবে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাস্থ্যসেবা তথ্য।
  • কার্ডটি বিনামূল্যে পাওয়া যাবে।

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটালাইজড করতে এবং জনগণের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও সহজ করার লক্ষ্যে এবার বাংলাদেশে চালু হতে যাচ্ছে রোগীদের জন্য হেলথ আইডি সম্বলিত ‘হেলথ কার্ড’।

জাতীয় পরিচয়পত্রের ব্যক্তিগত তথ্যের ন্যায় এই কার্ডে থাকবে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাস্থ্যসেবা তথ্য। কার্ডটি বিনামূল্যে পাওয়া যাবে।

রোগীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল স্বাস্থ্য সেবার তথ্য সংরক্ষিত থাকবে এই ডিজিটাল ডাটাবেজে। পূর্বের চিকিৎসা এবং পরীক্ষা-নীরিক্ষার কাগজ হারানোর ভয় থাকবে না। রোগীর বহন করে নিতে হবে না কোন কাগজ। অনলাইনেই থাকবে সব তথ্য। শুধু হেলথ কার্ডের বদৌলতেই রোগী পেয়ে যাবেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। সকল পরীক্ষা-নীরিক্ষার রিপোর্ট চলে যাবে রোগীর ইমেইল এড্রেসে। অনলাইনে ঘরে বসেই রোগীরা হাসপাতালে এপয়েন্টমেন্ট নিতে পারবেন। সমগ্র সম্ভাব্য প্রক্রিয়ায় রোগীর তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

চলতি বছরের শুরুতেই দেশে সবার জন্য হেলথ কার্ড করা হবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।