
পটুয়াখালী-৪, (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) সংসদীয় আসনে ৫ এমপি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল চারটা পর্যন্ত ৪ প্রার্থী এবং গতকাল বুধবার ১ প্রার্থী কলাপাড়া নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের সময় নেতা-কর্মীরা অনেকটাই উচ্ছ্বসিত ছিলো।
মনোনয়ন দাখিলকারী প্রার্থিরা হলো: আওয়ামীলীগের মনোনীত অধ্যক্ষ মহিববুর রহমান মহিব, স্বতন্ত্র প্রার্থী সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাপড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হাবিবুর রহমান মিলন, সাবেক এমপি মরহুম আনোয়ারুল ইসলামের পুত্র আবদুল্লাহ আল ইসলাম লিটন, জাসদের মনোনীত প্রার্থী বিশ্বাস শিহাব পারভেজ মিঠু এবং কলাপাড়া আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এবি মান্নান হাওলাদার ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পক্ষে মো. জাহাঙ্গির হোসেন পটুয়াখালী জেলা রির্টানিং কর্মকর্তা কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মন্তব্য করুন