কলাপাড়ায় পুতুলী (২০) নামের এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে কলাপাড়া হাসপাতাল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূ নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের বাসিন্দা হানিফ হাওলাদারের পুত্র সাগর হাওলাদার (কালামিয়ার) স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নিহত পুতুলী মঙ্গলবার রাতে নীলগঞ্জে তার স্বামীর বাড়িতে সবার অগোচরে ঘরের দোতলায় চালার সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়। স্বজনরা পুতুলীকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে ছুটে যায়। কিন্তু সেখানে এসে তারা এসে লাশের সাথে কাউকে দেখতে পায়নি। খোঁজ নিয়ে জানা যায়, পতুলির মৃত্যুর খবরে স্বজনরা হাসপাতাল থেকে পালিয়েছে। পরবর্তীতে পুলিশ নিহতের বাড়িতে গিয়েও কাউকে খুজে পায়নি। এছাড়াও এবিষয়ে পার্শ্ববর্তী লোকজনের কাছে জানতে চাইলে ঘটনার বিষয়ে কেউ মুখ খোলেনি।
স্বজনরা জানায়, নিহত পুতুলীর বাবার বাড়ি লক্ষীপুর জেলার রায়পুরা থানার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামে তার বাবার নাম ফিরোজ আলম। প্রায় এক বছরের মতো পুতুলির সংগে সাগরের বিবাহ হয়। বিবাহের পর তাদের সংসার ভালোই চলছিল হঠাৎ কেন এমন হলো তারা কিছুই বুঝতে পারছেন না।
কলাপাড়া থানার তদন্তকারী এস আই গোলাম মাওলা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সাথে অভিমান করে এমন ঘটনা ঘটাতে পারে। তবে ময়না তদন্ত ছাড়া নিশ্চিত কিছু বলা যাচ্ছেনা।
এবিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে এবং তিনি আরো জানান, বুধবার দুপুর পর্যন্ত মৃত্যুর বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।