দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশীদের মাঝে দলীয় মনোনয়নপত্র জমা শেষ হয়েছে মঙ্গলবার। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে এ পর্যন্ত ১২ জন মনোনয়ন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এর মধ্যে দুইজন নারী রয়েছেন।

তারা হলেন- বাংলাদেশ যুবলীগের সাবেক মহিলা সম্পাদিকা ও জেলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সুলতানা শেফালী এবং  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি ও ঢাকাস্থ চাঁদপুর আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা।
জাকিয়া সুলতানা শেফালী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ গড়ার পেছনে নারীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। আমি আমার পিতার হাত ধরে রাজনীতি শুরু করার পর থেকে মতলব উত্তর ও মতলব দক্ষিণের আনাচে কানাচে ঘুরে ঘুরে দলের জন্য কাজ করেছি। যুব মহিলা আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর নারীদের এগিয়ে নিয়ে আসার কাজ করেছি। মতলবে এক সময়ে নারীরা বিএনপির প্রতি দুর্বল ছিল। যার ফসল বিএনপি ঘরে তুলেছিল; কিন্তু আমি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলে এ অবস্থার পরিবর্তন ঘটিয়েছি। এখন মাত্র কয়েক ঘণ্টার নোটিশেই শত শত নারী আওয়ামী লীগের মিছিলে হাজির হচ্ছে। আমার বিশ্বাস দল আমাকে মূল্যায়ন করলে আমি নৌকার বিজয় নিশ্চিত করতে পারব।
অ্যাডভোকেট জেসমিন সুলতানা বলেন, নারীরা বাংলাদেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখছে। আমি দলের জন্য নিরলস কাজ করছি। আশা করছি দল আমাকে সেই মূল্যায়ন করবে।